Top

মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

০২ জানুয়ারি, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
মাগুরা প্রতিনিধি :

‘‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশগড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি কালেক্টরেট প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে কালেক্টরেট প্রাঙ্গনে এসে মিলিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ মাগুরা এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মাগুরা জেলা সমাজসেবার উপপরিচালক মো: আশাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মো: জাহিদুল আলম ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ৩ জন প্রতিবন্ধির মাঝে ৩ টি হুইল চেয়ার, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের ১০ জন সদস্যদের মাঝে ২ লক্ষ ৩৪ হাজার টাকার ঋনের চেক, ১০ জন উপকারভোগীদের মাঝে ২ লক্ষ টাকার সুদ মুক্ত ঋণের চেক ও ২ জন অসুস্থ রোগীদের মাঝে ১ লক্ষ টাকার চেক বিতরন করেন।

শেয়ার