মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৪র্থ ডোজের টিকাদান শুরু হয়েছে। মাগুরা সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান জানান, মাগুরা জেলার ৪ টি উপজেলায় গত ডিসেম্বর থেকে ৪র্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
জেলার ৪ টি উপজেলার ১১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এসকল টিকা প্রদান করা হচ্ছে। সিভিল সার্জন আরও জানান, ৪র্থ ডোজের ফাইজারের টিকা মাগুরা জেলায় ৪ টি উপজেলায় এই পর্যন্ত ৬৫০ জন গ্রহন করেছে। এর মধ্যে পুরুষ ৪৪০ জন এবং মহিলা ২১০ জন ফাইজারের টিকা গ্রহন করেছে।
টিকা গ্রহনকারী ইচ্ছুক ব্যাক্তিরা স্বেচ্ছায় অনলাইনে সুরক্ষা এপস এর মাধ্যমে স্ব স্ব নামে রেজিস্ট্রেশন করে স্বাস্থ্য বিধি মেনে নির্ধারিত দিনে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহন করছেন। টিকা গ্রহনে আগ্রহী ব্যাক্তিদের স্বতস্ফুর্ততা পরিলক্ষিত হচ্ছে।