Top

না ফেরার দেশে ইবি শিক্ষক ড. মোস্তফা কামাল

০৪ জানুয়ারি, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
না ফেরার দেশে ইবি শিক্ষক ড. মোস্তফা কামাল
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল (৭৮) ইন্তেকাল করেছেন।বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, দাওয়াহ বিভাগ, গ্রীন ফোরামসহ বিভিন্ন বিভাগ, সংগঠন ও শাখা ছাত্রলীগ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোস্তফা কামাল ১৯৫৬ সালে ভোলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা শেষে ১৯৯২ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং ২০২২ সালে অবসরে যান।

মৌলিক গবেষণায় অবদান রাখায় ২০০৬ সালে ইউজিসি কর্তৃক পুরস্কার প্রাপ্ত হন তিনি। কর্মজীবনে তিনি থিওলজি অনুষদের ডীন, দাওয়াহ বিভাগের সভাপতি এবং সিন্ডিকেট মেম্বার ছিলেন বলে জানা গেছে।

 

শেয়ার