Top

ছাত্রলীগ দেশের ক্রান্তিলগ্নে সবার আগে রক্ত ঝরিয়েছে: মাহিয়া মাহি

০৫ জানুয়ারি, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ
ছাত্রলীগ দেশের ক্রান্তিলগ্নে সবার আগে রক্ত ঝরিয়েছে: মাহিয়া মাহি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আজকে সেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যেই ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রত্যেকটা ক্রান্তিলগ্নে সবার আগে রক্ত ঝরিয়েছে। আজকে সেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যেই ছাত্রলীগ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি তার জন্য প্রথম সংগ্রাম করেছে। এই ছাত্রলীগের নেতাকর্মীদের জানায় অনেক অনেক সালাম ও শুভেচ্ছা।

বুধবার (০৪ জানুয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলাহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে রামেশ্বর পাইলট ইন্সটিটিউট মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহিয়া মাহি বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। সবাই একসাথে থাকলে সবার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সুরক্ষিত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের থাকতে হবে সবার আগে।

মাহিয়া মাহি আরও বলেন, ছাত্রলীগের ভাইদের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে। কারন আমার স্বামী রকিব সরকার ছাত্রলীগের সাবেক নেতা। তার কাছে আমি ছাত্রলীগের অনেক গল্প শুনেছি এবং এই সংগঠনকে জানতে ইতিহাস পড়েছি। আমরা দেখেছি, ছাত্রলীগের নেতাকর্মীরা মহামারী করোনার সময়ে কৃষকদের সহযোগিতা করতে তাদের সাথে ধান কেটেছে। তারা দেশের জন্য কতোটা আন্তরিক ও দেশপ্রেম নিয়ে কাজ করে, এটাই তার প্রমাণ। তাদের সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইলো।

ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে মাহিয়া মাহি বলেন, আমি দীর্ঘদিন থেকেই মানবতার সেবামূলক কাজ করে থাকি। কিন্তু এখন পুরোদস্তুর রাজনীতি করছি একজন সাবেক ছাত্রলীগ নেতা ও আমার স্বামী রকিব সরকারের কাছ থেকে শিখে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন সাবেক ছাত্রলীগ নেতা। সকলে তাঁর (প্রধানমন্ত্রী) জন্য দোয়া করবেন, নৌকার জন্য দোয়া করবেন।

নৌকার ভোট চেয়ে মাহিয়া মাহি আরও বলেন, আগামী ০১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিবেন। নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় যুক্ত করতে হবে। নির্বাচনী প্রচারণায় নৌকার পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে যেখানে যেখানে নিয়ে যাবে, আমি তাতে অংশগ্রহণ করব। আপনাদের সাথে থাকতে চাই, শিখতে চাই।

এ সময় মাহির সঙ্গে উপস্থিত ছিলেন, মাহিয়া মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য রকিব সরকার, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখিসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের সাথে মনোনয়নপত্র দাখিল করেন মাহিয়া মাহি।

শেয়ার