কুষ্টিয়ার দৌলতপুরে পর্নোগ্রাফি মামলায় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শুভরাজ আলীকে (৪৬) ছয় মাসের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৩০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রাবণী দাস এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি মো. মাহবুবুর রশীদ খান।
দণ্ডপ্রাপ্ত আসামি শুভরাজ আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। সে খলিসাকুন্ডি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বর্তমানে কামালপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। নিজ এলাকায় তিনি সুদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের বিধবা, অসহায় ও দরিদ্র এক নারীকে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মাঠের মধ্যের একটি সেচ পাম্পের ঘরে নিয়ে যান আসামিরা এবং ওই নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণা ও ছবি তুলে নেয়। পরে তার নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় এবং চাঁদা দাবি করে। এঘটনায় ১৫ অক্টোবর দৌলতপুর থানায় পর্নোগ্রাফি আইনে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার সাব ইন্সপেক্টর গৌতম কুমার মন্ডল মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামি শুভরাজ আলীকে শাস্তির আদেশ দেন। এ মামলার অপর আসামিদের খালাস দিয়েছেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী ও শিশু আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী সাইফুদ্দীন বাপী বলেন, হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অসহায় ছিন্নমূল নারীকে ধর্ষণের চেষ্টা করে আসামিরা। পরে তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে বিবস্ত্র করে এবং নানাভাবে নির্যাতন করে। শুধু তাই-ই নয়, ওই নারীকে নগ্ন করে মোবাইল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে আসামিরা। সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এঘটনায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে আমার পরামর্শ অনুযায়ী মামলা দায়ের করেন। এ মামলায় আসামি শুভ রাজকে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
স্থানীয়রা জানায়, চাঁদাবাজি, দখলবাজি ছাড়াও শুভরাজ মেম্বার চুরি, ডাকাতি, নির্যাতনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। শুভরাজ মেম্বারের নির্যাতনের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। এর আগে, যারা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তাদেরই নির্যাতন করেছে ওই মেম্বার।
ভুক্তভোগী ওই নারী ও মামলার বাদী বলেন, আমি রায়ে অসন্তোষ। কারণ ৬ আসামির মধ্যে এক আসামিকে কারাদণ্ড দেয়া হয়েছে। আসামীদের সবাইকে শাস্তি দিলে খুশী হতাম। তাছাড়া রায় ঘোষণার কিছুক্ষণ পরে দন্ডপ্রাপ্ত আসামি শুভরাজকে জামিন দিয়েছে আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি মো. মাহবুবুর রশীদ খান বলেন, বিধবা ও অসহায় নারীর সাথে আসামি জঘন্যতম কাজ করেছে। পর্নগ্রাফি আইন মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত শুভরাজ আলীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি শুভরাজ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জামিন দিয়েছে আদালত।