Top

কুষ্টিয়ার অধিকাংশ ইটভাটা অবৈধ, একদিনে ২৪ লাখ টাকা জরিমানা

০৯ জানুয়ারি, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
কুষ্টিয়ার অধিকাংশ ইটভাটা অবৈধ, একদিনে ২৪ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ইটভাটা মালিকের কাছ থেকে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে তাদের এ জরিমানা করা হয়।

দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ইটভাটা মালিকদের জরিমানা করা হয়। দুই লাখ কাচা ইট ধ্বংস করা হয় এবং সকল ইটভাটা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর দায়ে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া এলাকার আরইউবি ব্রিকসের মালিক রাজন আলীকে ৫ লাখ টাকা, দুঃখীপুর এলাকার আরএনবি ব্রিকসের মালিক আরিফুল ইসলামকে তিন লাখ টাকা, কিশোরীনগর এলাকার এসআরবি ব্রিকসের মালিক আহসান হাবিবকে তিন লাখ টাকা, ডাংমড়কা এলাকার এমআরএন ব্রিকসের মালিক সামেদ আলী শামীমকে তিন লাখ টাকা, একই এলাকার এনবিএল ব্রিকসের মালিক মোহায়মেনুল হককে ৫ লাখ টাকা এবং প্রাগপুর এলাকার বিএসবি ব্রিকসের মালিক জাহাঙ্গীর আলমকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ছয় উপজেলায় ইটভাটার সংখ্যা ১৬৮। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে চলছে ২২টি ইটভাটা। বাকি ১৪৬ ইটভাটার মধ্যে শতাধিক হাইকোর্টে রিট করে ব্যবসা পরিচালনা করছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। রিটের সময়মতো জবাব না দেয়া ও দীর্ঘসূত্রতার কারণে বন্ধ আছে ভাটার অনুমোদন। অধিকাংশ ইটভাটায় কয়লার বদলে পুড়ছে কাঠ। নিয়মনীতির তোয়াক্কা না করে অধিকাংশ ইটভাটা পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার, সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস সহ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা ও দৌলতপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই ভাটাগুলো পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি ইটভাটার মালিকের কাছে থেকে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পর্যায়ক্রমে প্রতি উপজেলার সব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জেলার ছয় উপজেলায় অনুমোদিত ইটভাটার সংখ্যা ২২টি। ১৬৮টি ইটভাটার মধ্যে অনেকে হাইকোর্টে রিট করে ব্যবসা পরিচালনা করে আসছেন। অবৈধ এসব ইটভাটায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। আগামীকালও অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ইটভাটা মালিকদের জরিমানা করা হবে।

পরিবেশবিদ ও চিকিৎসারা জানান, ইটভাটার চিমনি নিচু হলে মানুষ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। ধোঁয়ায় গাছ, ফল ও ফসল নষ্ট হয়ে যায়। কয়লা থেকে ব্যাপকভাবে কার্বন মনোক্সাইড নির্গত হওয়ায় মানুষ সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

 

শেয়ার