Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবকের মৃত্যু

১২ জানুয়ারি, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দড়িপাড়া গ্রামে ঘুমের ওষুধ খাইয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় রজব আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রজব আলী দড়িপাড়া গ্রামের মৃত হানেফ আলীর ছেলে।

এ ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল আজিজ (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রজব আলীকে তার বাড়ি থেকে আব্দুল আজিজ ডেকে নিয়ে যায় এবং রাত ১১টার দিকে বাড়ি ফিরেই রজব আলী অচেতন হয়ে পড়ে।

রজব আলী অচেতন হওয়ার আগে স্বজনদের কাছে তাকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে আজিজ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার কথা জানায়। এরপর স্বজনরা তাকে অচেতন অবস্থায় রাতেই উল্লাপাড়া ৩০ শয্যার হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রজব আলীর মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে নিহতের ভাই রমজান আলী বাদী হয়ে আব্দুল আজিজসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায় এবং মামলার এজাহার নামীয় আসামী আব্দুল আজিজকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

শেয়ার