Top

নির্বাচনে না এলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে : ড. হাছান মাহমুদ

১৬ জানুয়ারি, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
নির্বাচনে না এলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে : ড. হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। বিদেশিদের পদলেহন করে বিএনপির কোনো লাভ হয়নি। নির্বাচনে না এলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে।’

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী একথা বলেন। বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। অতীতের মতো দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে। নির্বাচনে না এলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে।’

এসময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সকাল থেকেই দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিএনপির চলমান কর্মসূচির জবাব দিতেই আজ রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগ। সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারাও।

বিপি/এএস

শেয়ার