রাজধানীর নয়া পল্টনে ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে নয়া পল্টন থেকে শান্তিনগর অভিমুখে একটি মিছিল বের করে দলটি। এসময় মনের অজান্তে নিজের ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়ে ফেলে জাতীয়তাবাদী যুবদলের এজিএস আব্দুল জব্বার খান। পরে মোবাইল ফোনটি কুড়িয়ে পান দৈনিক বাণিজ্য প্রতিদিন স্টাফ রিপোর্টার শিমুল খান।
ফোনটি কুড়িয়ে পেয়ে তিনি জানান, ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশের নিউজ কাভার করতে নয়া পল্টনে অবস্থান করি। সমাবেশ শেষ হওয়ার পর মিছিলে যোগ দেয় বিএনপির নেতাকর্মীরা। সে সময় নাইটিঙ্গেল মোড়ে একটি মোবাইল ফোন রাস্তায় পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিক মোবাইলটি নিজ হেফাজতে নিয়ে বাণিজ প্রতিদিনের সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার পলাশ মহোদয়কে জানালে তিনি আমাকে ফোন বন্ধ না করার পরামর্শ দেন।
পড়ে ফোনটিতে চার্জ না থাকায় দ্রুত অফিসে চলে আসি, অফিসে ঢোকার পর জাতীয়তাবাদী যুবদলের এজিএস জিয়া ভাই হারানো মোবাইলটিতে ফোন দিয়ে তাদের ফোন ফেরত চায়। তাদের তাৎক্ষণিক বাণিজ্য প্রতিদিনের অফিসে আসতে বলা হয়।
সোমবার (১৬ জানুয়ারি) সন্ধায় জাতীয়তাবাদী যুবদলের এজিএস আব্দুল জব্বার খান ও জাতীয়তাবাদী যুবদলের এজিএস জিয়া বাণিজ্য প্রতিদিনের অফিসে এসে যথাযথ প্রমান দিয়ে মোবাইল ফোনটি অফিস স্টাফদের সামনে ফিরিয়ে দেওয়া হয়।
এসময় যুবদলের এজিএস আব্দুল জব্বার খান জানান, সমাবেশ শেষ করে নেতাকর্মীদের নিয়ে মিছিলে যোগ দেওয়ার সময় আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়। পড়ে ফোনটিতে ফোন করলে দৈনিক বাণিজ্য প্রতিদিনের স্টাফ রির্পোটার শিমুল খান। ফোনটি রিসিভ করলে তাকে বলা হয় ফোনটি হারিয়ে ফেলেছি। ফোনটি ফেরত চাইলে শিমুল ভাই খুব বিনয়ের সাথে কথা বলে তাদের অফিসে আসতে বলে ফোনটি নিয়ে যাওয়া জন্য। পড়ে আমি ও জিয়া ভাই বাণিজ্য প্রতিদিনের অফিসে এসে ফোনটি সবার সামনে ফেরত দেয় শিমুল ভাই।
তিনি আরোও বলেন, নিশ্চই শিমুল ভাই একজন সৎ মানুষ এবং পত্রিকাটির সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার পলাশ ভাই সহ অফিসের সবাই খুব আন্তরিক। শিমুল ভাই ও পত্রিকাটির সবার কাছে আমি আন্তরিত ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।