Top

চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকা উদ্ধার

১৭ জানুয়ারি, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকা উদ্ধার
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুরে থেকে প্রায় ৫০ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ জানুয়ারী) রাত ৭ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্ত ফাঁড়ীর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আলা উদ্দিনের নেতৃত্বে নিয়মিত রাত্রীকালীন সশস্ত্র টহল দল সীমান্তে টহল পরিচালনা করতে থাকে।

এসময় বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামের সীমান্তপথে দুইজন অজ্ঞাত ব্যাক্তি দুইটি প্লাষ্টিকের ব্যাগ বহন করে ভারত হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সশস্ত্র টহল দল দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল তাদেরকে ধাওয়া করলে প্লাষ্টিকের ব্যাগ দুটি ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যেতে থাকে। কুয়াশা এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি’র অপর টহল দল প্লাষ্টিকের ব্যাগ দুইটি জব্দ করে বাংলাদেশী নগদ ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকাটহল করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, উদ্ধার টাকাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার