Top

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৩৭তম বার্ষিকী সভা

২১ জানুয়ারি, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৩৭তম বার্ষিকী সভা
মাদারীপুর প্রতিনিধি :

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার ৩৭তম বার্ষিক সাধারন সভার আয়োজন করা হয়েছে।শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।এসময় সুবিধাভোগীরদের মাঝে চেক ও কম্বল বিতরন করা হয়।

মাদারীপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান আলহাজ্ব কাজী আবদুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

প্রধান অতিথি বলেন, রাষ্ট্রের অভিভাব হিসেবে আপনাদের প্রজন্ম সন্তানদর সদাচার শিক্ষা দেয়ার দায়িত্বে আপনাদের নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র সিটিজেন হিসেবে আপনাদের মূল্যায়ন করতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন। আপনারা আপনাদের সন্তানদের রোবট না বানিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। তাহলে দেশ ও জাতির সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে।মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সরকারি কর্মচারীদের অবদান ছিলো। সমাজ ও দেশের কাছে প্রবীনদের অধিকার রয়েছে।

সরকারি কর্মচারীদের চাকুরি শেষে পেনশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি দূর করার চেষ্টা করতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।অবসরপ্রাপ্ত সকল কর্মচারীদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি করতে হবে যেখানে তাদের ছেলে সন্তানদের নাম ঠিকানা।এবং তারা কি অবস্থায় আছে সকল কিছু এখানে উন্মোচন থাকবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাইফুল রহমান, জেলা পুলিশ সুপার,মোঃ মাসুদ আলম,জেলা সিভিল সার্জন, ডাঃ মুনির খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাইফুল রহমান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। দেশের জন্য এখনো আমাদের অনেক কিছু করার আছে। তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিতে কর্মচারী কল্যাণ সমিতি তৈরী করা হয়। সরকারি কর্মচারীদের পেনশন বৈষম্য নিরসন ও প্রবীনদের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি করতে হবে।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী আবদুর রউফ। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ নেছারউদ্দীন হাওলাদার এবং কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন রাজ্জাক মাতুব্বর। উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটিকে অনুমোদন প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য আবদুল রব তালুকদার, মোঃ সামদুজ্জান,মোঃ মোকলেছুর রহমানসহ অনেকে।

শেয়ার