Top

সাপাহারে ভূমি উন্নয়ন কর অনলাইন প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২৫ জানুয়ারি, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
সাপাহারে ভূমি উন্নয়ন কর অনলাইন প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় জানানো হয় একজন ভূমির মালিক সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে তার সচল মোবাইল নাম্বার,এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ,খতিয়ান/পূর্বের দাখিলা নিয়ে গিয়ে অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, এক্ষেত্রে নাগরিকদের কোন টাকা খরচ করতে হবে না।

ভূমির মালিকগণ নিজেই ভূমি উন্নয়ন কর মোবাইল অ্যাপের মাধ্যমে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে উদ্যোক্তার মাধ্যমে এবং ৩৩৩ অথবা ১৬১২২ কল সেন্টারে কল করে এজেন্টের মাধ্যমে অনলাইনে কর প্রদান করতে পারবেন। বাংলাদেশ সরকারের এই উদ্যোগ সফল করতে উপজেলা ভূমি অফিস সকলের সহযোগিতা কামনা করেছেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, সহকারী কমিশনার শারমিন জাহান লুনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী প্রমুখ। এ সময় উপজেলা ভূমি অফিস সহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

 

শেয়ার