Top

কারাবন্দীদের মাঝে সেলাই মেশিন ও ধর্মীয় বই বিতরন

০২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
কারাবন্দীদের মাঝে সেলাই মেশিন ও ধর্মীয় বই বিতরন
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা কারাগারের কারাবন্দীদের জিবনমান উন্নয়নে সুস্থ জীবনযাপন ও গঠনমূলক কাজের জন্য টেলিভিশন, সেলাই মেশিন ও ধর্মীয় বই বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা জেলা কারাগার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন। জেলা সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট এর সহযোগীতায় কারাবন্দীদের মধ্যে ৫টি টেলিভিশন, ২টি সেলাই মেশিন ও বিভিন্ন ধর্মীয় বই বিতরন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশানত্ম কুমার বিশ্বাস, সামাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরম্নজ্জামান, জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা, প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্টানে কারাবন্দীদের মধ্যে ৫টি এল ই ডি টেলিভিশন, মহিলা কারাবন্দীদের প্রশিক্ষণের জন্য ২টি সেলাই মেশিন এবং বেশকিছু ধর্মীয় বই বিতরন করা হয়। যেগুলি পাঠের মাধ্যমে কারাবন্দীরা সুস্থ জীবন যাপন করতে পারবে।

শেয়ার