সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৮৭ বারে ৩ লাখ ৬১ হাজার ২৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ই-জেনারেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার বারে ৬ লাখ ৩৮ হাজার ৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২৮ বারে ২ লাখ ৯৬ হাজার ২২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আমরা টেকনোলজির ২ দশমিক ১৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১ দশমিক ৫৫ শতাংশ, আইটিসির ১ দশমিক ৪৮ শতাংশ, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের ১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১ শতাংশ, জিলবাংলা সুগারের দশমিক ৯৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের দশমিক ৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস