আবির হোসেন (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শরীয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড চামটা গ্রাম থেকে বেলা ৩ টার সময় উদ্ধার করা হয়। শিশুটি যশোর জেলার থানার চানরুপিয়া ইউনিয়ন এর কবিরুল ইসলাম এর পুত্র। শিশুটি ঢাকায় মোহাম্মদ পুরে একটি মাদ্রাসায় পড়ে।
স্থানীয় ও পুলিশ চামটা মাঝিবাড়ি মসজিদ এর ইমাম মোঃ লিয়াকত আলি সূত্রে জানা যায়, ফজর নামাজ এর সময় ঘুম থেকে উঠলে একজন অপরিচিত শিশু কে দেখতে পায় একজন বয়স্ক পুরুষ, যে ওয়াশরুমে যেতে দেখেছে। নামাজ শেষে সবাই গেলেও ঐ শিশুটিকে বসে থাকতে দেখে ইমান সাহেব কাছে গিয়ে জানতে চায় যে তার বাড়ি কোথায়। শিশুটি কিছু বলতে পারেনি। আর ঐ অপরিচিত লোকটি যে কিনা ওয়াশরুমে গেল তাকেও আর দেখতে পায়নি। এর পরে লোকজনকে ডেকে আনলে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ছেলেটিকে উদ্ধার উদ্ধার করে।
উদ্ধার হওয়া আবির জানায়, আমি ঢাকায় মোহাম্মদ পুরে একটি মাদ্রাসায় পড়ি, বাবার সাথে মনোমালিন্য হয়। পরে সে সুরেশ্বর মেলায় চলে আসে। কোন এক ব্যাক্তি তাকে কি যেন খাইয়েছে তার পরে সে আর কিছু বলতে পারে না। পরে পুলিশ শিশুটির কাছ থেকে তার বাবার ফোন নাম্বার সংগ্রহ করে। তার বাবার সাথে যোগাযোগ করে শিশুটিকে বাবার কাছে পৌছে দেয় পুলিশ।
এ বিষয় নড়িয়া থানা পুলিশ মুজাহিদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ছেলেটিকে উদ্ধার করে তার বাবার সঙ্গে যোগাযোগ করে তার বাবার কাছে পৌঁছে দিয়েছি।