Top

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের কারাদণ্ড

০৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ট্রাক্টর মালিকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা-বিনোদপুর সড়কের বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ তাকে আটক করে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উজিরপুর-বাবুপুর গ্রামের হাসান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বনকুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উজিরপুর সাত্তার ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাবার সময় বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ শফিকুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পদ্মায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ ও থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

শেয়ার