সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৪৬৪ বারে ৩ লাখ ৭০ হাজার ৫৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২২ শতাংশ । কোম্পানিটি ৪৬৬ বারে ১০ হাজার ২০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫ বারে ৪ লাখ ১৮ হাজার ৭৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-এপেক্স ফুটওয়্যারের ৫ দশমিক ৮০ শতাংশ, বাংলাদেশ শিপিংয়ের ৫ দশমিক ৪৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪ দশমিক শূন্য ৯৩ শতাংশ, যমুনা অয়েলের ৩ দশমিক ২৪ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩ দশমিক ২২ শতাংশ, এমবি ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক ১৭ শতাংশ এবং আনলিমায়ার ডাইংয়ের ২ দশমিক ৮৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস