Top

মাঘী পূর্ণিমা উপলক্ষে ৯০০জন রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
মাঘী পূর্ণিমা উপলক্ষে ৯০০জন রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের বাজিতপুরে মাঘী পূর্ণিমা উপলক্ষে দি রিয়াল হোমিওপ্যাথিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারো টার দিকে ভার্চুয়াল জুম মিটিংয়ে সংযুক্ত হয়ে বাজিতপুরের শ্রী শ্রী প্রনব মঠে মাঘী পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন গবেষক ডাঃ শ্যানল কুমার দাস। এতে বিভিন্ন জেলা থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক এসে বিনামূল্যে সেবা প্রদান করে থাকেন।

ক্যাম্পে মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নসহ বিভিন্ন জেলা থেকে সকাল১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজিতপুরের শ্রী শ্রী প্রনব মঠ প্রাঙ্গনে মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্ণয়, ক্যান্সার, বাতব্যথা হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন রোগের প্রায় ৯০০ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের ভিড় দেখা যায়।

ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রহিম হাওলাদার বলেন, অনেক জায়গায় চিকিৎসা নিছি এখন আমার টাকা নাই। শুনছি এখানে ফ্রি চিকিৎসা হবে তাই এখানে আসলাম।

গোপালগঞ্জ থেকে আগত সন্ধ্যা বিশ্বাস বলেন, আমার মাজায় ব্যথা শুনেছি তারা ভালো চিকিৎসা তাই এখানে হোমিও চিকিৎসা নেওয়ার জন্য আসলাম।

সাতক্ষীরা থেকে চিকিৎসা নিতে আসা অরুনা মল্লিক বলেন, দীর্ঘদিন ধরে আমি হারের ব্যথায় ভুগতে ছিলাম। ডাক্তার দেখানোর টাকা আমার কাছে ছিল না। তাই আমি মাদারীপুরে আসলাম চিকিৎসা নেওয়ার জন্য।

চিকিৎসক রঞ্জিত মল্লিক বলেন, আমরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখছি। সবসময়ের জন্য আমাদের এ সেবা চলমান থাকবে। হোমিও চিকিৎসক বোরহান উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোঃ রাযহান কবির, ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, ডাঃ রঞ্জিত মন্ডল, মোঃ জাহিদুল উসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সাংবাদিক ও কবি গাউছ-উর রহমান। ডাঃ রঞ্জিত মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ সমীর কুমার রায়, ডাঃ পলাশ বারুরী, ডাঃ মনোজ বাড়ৈ, ডাঃ নিত্যানন্দ বল্লভ, ডাঃ প্রীতিলতা মজুমদার,ডা: দিনেশ রায়,ডা: নিত্যানন্দ,ডা: বোরহান উদ্দিন,ডা: বসির আহমেদ,ডা: শেফালী রায়সহ প্রমুখ।

 

শেয়ার