পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় গত এক মাসে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মরত বিদেশি নাগরিকসহ ১৩ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অস্বাভাবিক মৃত্যু গুলো হলো ,বছর শুরুর প্রথম রাতে রোহান হোসেন (১৫) নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে বনভোজনে অংশ নেয় রোহান। সেখান থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে রোহানকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোহান উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া থানাপাড়া এলাকার মিন্নু মিয়ার ছেলে। সে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
রূপপুর প্রকল্পের গ্রিনসিটি ভবনের সিঁড়ি থেকে পড়ে রুশ নাগরিকের মৃত্যু।
গত ১ জানুয়ারি বিকেলের দিকে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গ্রিনসিটি বহুতল ভবনের সিঁড়ি থেকে নিচে পড়ে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। নিহত রুশ নাগরিক নেফেডভ ওলেগ (৪১) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এনারগোস্পেটস মমতাস নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।
তুচ্ছ ঘটনায় গুলিতে নিহত- ১
গত ৪ জানুয়ারি রাত ৮ টার দিকে তুচ্ছ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে মামুন হোসেন নামে এক রিকশাচালক নিহত হন। ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেংরি কড়ইতলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিকশা চালক মামুন হোসেন (২৫) পৌর শহরের পিয়ারখালী মহল্লার মানিক হোসেনের ছেলে। ইট বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত।
গত ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে ইট বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার (৩২) নিহত হন। নিহত আব্দুস সাত্তার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের আতোয়ার খানের ছেলে।
ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
৯ জানুয়ারি দুপুর দেড়টার দিকে পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় এক পথচারী নিহত হন। নিহত আলতাব হোসেন ঈশ্বরদীর পূর্ব বাঘইল গ্রামের আজাহার ঘরামির ছেলে।
মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গত ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে পাবনা সদর উপজেলার সীমানা ঈশ্বরদী-পাবনা মহাসড়কের টেবুনিয়ার পাশে সাতমাইল নামক স্থানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ দুর্ঘটনায় আহত আলিফ হোসেন (২৪) নামে অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারি মারা গেছেন। নিহত মামুন মুলাডুলি রেলগেইট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেনের ছেলে ও আলিফ ফরিদপুর গ্রামের বুলবুল হাসনাত পল্লবের ছেলে।
ঈশ্বরদীতে নিখোঁজের পাঁচদিন পর রিকশাচালকের লাশ উদ্ধার
১১ জানুয়ারি দুপুরে পাবনার ঈশ্বরদীতে পাঁচদিন আগে নিখোঁজ সুমন আলী (৩৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিয়ারপুর পশ্চিম পাথরপাড়া গ্রামের আস্তুল মোল্ল্যার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন আলী ওই এলাকার ইমান আলীর ছেলে।
খেজুরের রস পানে শিশুর মৃত্যু
ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের সানাউল হোসেনের ছেলে সোয়াদ সোমবার (২৩ জানুয়ারি) ভোরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়। এর আগে ১৭ জানুয়ারি সোয়াদের নানা বাড়ি থেকে খেজুরের রস পাঠানো হয়। সে রস পান করে সোয়াদ ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়।
ঈশ্বরদীতে বিষপানে এক গৃহবধুর মৃত্যু
ঈশ্বরদীতে বিষপানে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় নিজ বাড়িতেই বিষপান করেন তিনি। বিষপানে আত্মহত্যাকারী মুর্শিদা খাতুন (৪০) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী। মুর্শিদার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ২৪ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় তার মৃত্যু হয়েছে। আত্নহত্যার বিষয়ে দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার বলেন,আত্নহত্যার বিষয়টি আমি শুনেছি।
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আরএফএল কোম্পানির এসআর অপু বিশ্বাস (২৭) নামের এক কর্মী নিহত হয়েছে। বুধবার ২৫ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিকমোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহত অপু বিশ্বাস মাগুরা জেলার মাগুরা সদর থানার হাট মালঞ্চী এলাকার শ্রী অনাথ বিশ্বাসের ছেলে এবং আরএফএল কোম্পানির পাবনা জেলার একাংশের (ঈশ্বরদী-আটঘড়িয়া-চাটমোহর উপজেলার) এসআর হিসেবে নিযুক্ত ছিলেন৷ আহত অপুর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে প্রথিমধ্যে (লালপুর এলাকায়) পৌঁছালে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
ঈশ্বরদী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় লামিয়া লাম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর বিলকেদার পূর্বপাড়া বাঁধের নীচের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাম উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর বিলকেদার গ্রামের বাবু সরদারের মেয়ে। সে বিলকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ঈশ্বরদীতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু
ঈশ্বরদী পৌর এলাকায় গরু বোঝায় একটি নসিমনের ধাক্কায় সামী (৪) নামে এক শিশু আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু সানী ঈশ্বরদী শহরের অরণকোলা এলাকার আইনুল হকের ছেলে।