Top

শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ
মাগুরা প্রতানিধি :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ১০ টি বাই সাইকেল ও ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত মাগুরা মহম্মপুর উপজেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ছাএীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ১০ টি বাই সাইকেল ও ২৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাছের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার রামান্দ পাল, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও ভাইচ চেয়ারম্যান বেবী নাজনীন ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরন অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৮০ জন শিক্ষার্থীর মাঝে জন প্রতি ২.৪০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে জন প্রতি ৬.০০০ টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ জন শিক্ষার্থীর মাঝে জন প্রতি ৯.৬০০ টাকা হারে প্রদান করা হয়। এর ফলে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীভুক্ত ২৬০ জন শিক্ষার্থী উপকৃত হয়েছে।

 

 

শেয়ার