কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের বহুতল ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন সড়কের পাশে ওই মসজিদের ভবন নির্মাণের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান,যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ও সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস , সদস্য আলহাজ্ব আবুল কালাম, আলহাজ্ব আক্তার হোসেন, আলহাজ্ব আহাম্মদ আলী, বিশিষ্ট ঠিকাদার আব্দুল আহাদ, আলহাজ্ব হাবিবুর রহমান প্রমূখ। এছাড়াও মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দ ও কেশবপুর পৌর শহরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ইমাম খলিলুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুস্তাফিজুর রহমান।
১৯৬৯ সালে কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মুসল্লিদের সুষ্ঠু ও সুন্দরভাবে নামাজ আদায়ের লক্ষে মসজিদ কমিটির উদ্যোগে এ বহুতল ভবনের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।