গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরা সেই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ১২ ভোররাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের হাতেম আলীর বাড়ি থেকে শ্রীপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
গ্রেপ্তারকৃত যুবকের নাম জাহিদ (২৯)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের মৃত সাইদুর রহমান মীরের ছেলে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামে ১০ বছর যাবৎ বসবাস করছেন জাহিদ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, রোববার ভোরে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে অভিযান পরিচালনা করে জনৈক হাতেমের বাড়ি থেকে অস্ত্রধারী জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে বিএনপির পদযাত্রা চলাকালে মিছিলের মধ্যে আগ্নেয়াস্ত্র উঁচু করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন অস্ত্রধারী জাহিদ।