ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ২৪ দশমিক ২৪ শতাংশ। ফান্ডটি সর্বমোট১৬ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৪২ লাখ ৪৮হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ওরিয়ন ইনফিউশনের ৯.৩১ শতাংশ, ই-জেনারেশনের ৮.৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৮.৪১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.২৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.১৭ শতাংশ, বিডি থাই ফুডের ৭.৭৯ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৭.১৬ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস