Top

ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি
ফরিদপুর প্রতিনিধি :

সারা দেশের ন্যায় ফরিদপুরে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ব্রহ্মসমাজ সড়ক হতে এ পদযাত্রা শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবে পৌছে শেষ হয়। পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, এই বছর হচ্ছে পরিবর্তনের বছর। এই বছর স্বৈরাচারী, কর্তৃত্ববাদী শাসনের পতনের বছর হবে। আমরা নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করতে চাই। আমরা গণতান্ত্রিকভাবেই ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন করতে চাই। কিন্তু ভোটের দেয়ার একটি পরিবেশ থাকতে হবে। এখন ভোট কুকুর বিড়ালে দিচ্ছে। ভোটকেন্দ্রে কেউ যায়না। দেশে কুকুর-বিড়াল ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ ভোট দিচ্ছে না ।

তিনি বলেন, এই দেশের মানুষ কাজের অভাবে না খেয়ে দিন কাটাবে তা হতে পারেনা। সেই কারণে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। এসময় তিনি বিদ্যুৎ,গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-পীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও গনবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারী শনিবার দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানান।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কৃষক দলের দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাট, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির প্রমুখ।

বক্তারা জানান , আমরা এই দুর্ভিক্ষের সরকার আর চাই না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাস পুড়িয়েছে, মানুষ মেরেছেন। আমরা সেভাবে চাইনা। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন চাই। দেশের জনগণ এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এসময় জেলা ও মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার