ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ২০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৬৫ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আনলিমা ইয়ার্নের ৩.২৪ শতাংশ, সী পার্ল রিসোর্টের ২.২৬ শতাংশ, আলহ্বাজ টেক্সটাইলের ২.২৩ শতাংশ, আমরা টেকনোলজির ১.৭৯ শতাংশ, এনসিসিবিএল ফাস্ট মিউচ্যুয়ালের ১.৪৩ শতাংশ, ইসলামি ব্যাংকের ০.৬০ শতাংশ এবং বিকন ফার্মার ০.২৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস