সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৮০বারে ২ লাখ ৪১ হাজার ১৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫৬ বারে ৯ লাখ ৭৮ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৯১ বারে ২ লাখ ৭০ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আমরা নেটওর্য়াকের ৭.৩০ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.০৪ শতাংশ, জেনেক্স ইনফোসিনের ৭.০০ শতাংশ, নাভানা ফার্মা’র ৬.০০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৫৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৪ শতাংশ এবং মনোস্পুল পেপার ৫.৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস