বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ১৮তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই এজিএম সম্পন্ন হয়েছে।
এজিএম সভায় সভাপতিত্ব করেন বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান। সঞ্চালনায় ছিলেন মহাসচিব মো. রিয়াদ মতিন। সভায় উপস্থিত ছিলেন প্রথম সহ-সভাপতি মিসেস মাজেদা খাতুন, দ্বিতীয় সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. মোহাম্মদ আবদুর রহিম, কার্যনির্বাহী সদস্য সহ সংগঠনটির সাধারণ সদস্যরা।
এদিন সংগঠনটির মহাসচিব সদস্যদের সামনে ২০২২ (জানুয়ার – ডিসেম্বর) সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরেন। একই সাথে অতীতে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ভবিষ্যতের সুযোগ সম্পর্কে বিএমবিএর করনীয় তুলে ধরেন।
বিএমবিএ সবসময় শেয়ারবাজারের স্বার্থ রক্ষার কাজ করছে জানিয়ে সভায় ছায়েদুর রহমান বলেন, শেয়ারবাজার বিকাশে আমাদের নতুন নতুন পণ্যে আনতে। আশা করি, সবার সহযোগিতায় শেয়ারবাজার খুব শীঘ্রই ভাল অবস্থায় ফিরে আসবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস