সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭২৭ বারে ২৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ । কোম্পানিটি ১৮৬ বারে ৬২ হাজার ৭৩৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হাক্কানী পাল্প এন্ড পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৩৩৬ বারে ৭০ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সি ফুডের ৫.৪৬ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.০৩ শতাংশ, আমরা নেটওর্য়াক ৪.৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ার ৪.৬২ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৪ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৩.৮৬ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস