Top

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলন ড্রেজার জব্দ ও জরিমানা

০৪ মার্চ, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
ফরিদপুরে অবৈধ বালু উত্তোলন ড্রেজার জব্দ ও জরিমানা
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইনখেয়াঘাট সংলগ্ন গড়াই নদীতে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা।

মধুখালী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতে শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের আজিজুর রহমান মোল্যার ছেলে রয়েল মোল্লাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (১৫) ১ অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। এ সময় মধুখালী থানার এসআই ননী গোপালসহ একাধিক পুলিশ সদস্য, উপজেলা ভূমি অফিসের নাজির অজয় কুমার মালো প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা জানান, গত বেশ কিছুদিন ধরে উপজেলার ডুমাইন ইউনিয়নের গড়াই নদীতে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিনি ঘটনাস্থলে গিয়ে অবৈধ ড্রেজার মালিক মো. রয়েলকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ড্রেজার মেশিন ও ৪টি পাইপ, ১২ ভোল্টের ১টি ব্যটারী, ১ টা ইঞ্জিন সেল্ফ জব্দ করা হয়েছে বলে জানান তিনি ।

 

শেয়ার