Top

চরভদ্রাসনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

০৭ মার্চ, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
চরভদ্রাসনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের পেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,থানা আ’লীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করনে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন শেষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.কাউছার,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা সহকারী কমিশনা (ভূমি)মো.খাইরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চের ভাষন প্রচার,বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন ও দোয়া মাহফিলের পাশাপাশি নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৭ই মার্চ পালন করা হয়।

শেয়ার