গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথুর বিরুদ্ধে আলফাডাঙ্গা সরকারি কলেজে’র শিক্ষার্থী শিলা আক্তার কে যৌন হয়রানি অভিযোগ উঠেছে। আলফাডাঙ্গা সরকারি কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শিলা আক্তার বলেন,সাম্প্রতিক হালনাগাদ ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনার অফিসে যে অনুচ্ছেদ ফরমটিতে পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সিল সই এর প্রয়োজন হয়, এজন্য বার বার উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুথু’র নিকট গেলে তিনি আমাকে ভিন্ন কুপ্রস্তাব দেন এবং অনৈতিক কথার শিকার হতে হয়।
শিলা আরও বলেন, আমাকে ভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন বলে অফার করেন লুথু চেয়ারম্যান, তিনি বলে আমার বউ দুই বছরের অসুস্থ তাই সে আমার সেবা যত্ন করতে পারে না, তুমি একটু আমার সেবা যত্ন করতে তাহলে ভালো হতো, আর তুমি আমাকে সেবা যত্ন করলে কেউ জানবে না বলে আশ্বাস দেন এবং তিনি আরও বলেন আমি যত দিন ওনার প্রস্তাবে রাজি হবো না যতদিন, ততদিন ওনি আমার কাগজ সই ও সিল দিবেন না বলে জানা।
ভুক্তভোগী আরও বলেন চেয়ারম্যান আমাকে হুমকি দিয়ে বলেন এই কথায় গুলো যদি কারও সঙ্গে শেয়ার করি, তাহলে তিনি আমার বড় ক্ষতি করে ফেলবেন। শিলা আক্তার বলেন এই মুহূর্তে আমি প্রশাসনের সাহায্য চাই । শিলা আরো বলেন ইউনিয়ন পরিষদে যদি সেবা নেওয়ার জন্য এই ধরনের যৌন হয়রানি কথা শুনতে হয় এবং সেটা প্রতিবাদ করলে যে আতঙ্কে থাকতে হয় তাহলে আমি কোথায় বসবাস করছি বলেন। ওই শিক্ষার্থী আরও বলেন, ‘আমি কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছি গত ০৬ তারিখে।
এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি চেয়ারম্যানের বিরুদ্ধে। হয়তো তদন্তকাজ চলছে। আমি আশা করছি আমার অভিযোগের সঠিক বিচার পাবো। ‘আমি যেভাবে হয়রানির শিকার হয়েছি, এমনটা যেন আর কারও সঙ্গে না ঘটে সেই কামনা করছি। চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এই বিষয় মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথু মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মোবাইলে এসব কথা বলা যাবে না। আমি সাক্ষাতে সরাসরি কথা বলতে চাই। তিনি এ বিষয়ে উত্তর না দিয়ে-ই ফোনের সংযোগ কেটে দেন তিনি।
উল্লেখ তিন দিন আগে উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথু’র একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে শিক্ষার্থী শিলা কে ভিন্ন কুপ্রস্তাবের কথা শোনা গেছে। এছাড়া শিলা কে যৌন হয়রানি করার সেই অডিও দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘আমি মহেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথু’র বিরুদ্ধে একই ইউনিয়নে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’