রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দামামা বিশ্বজুড়ে ব্যাপক অস্থিরতার সৃষ্টি করেছে। এতে চাহিদা অনুয়ায়ী পণ্য সরবরাহ করতে না পারায় সিংহভাগ দেশেই দেখা দিয়েছে মূল্যস্ফীতি। আবার ডলারের তুলনায় টাকার মূল্য ব্যাপক কমে যাওয়ায় দেশে শেষ কয়েক মাসে মূল্যস্ফীতি হু হু করে বেড়েছে। গত ফেব্রুয়ারি শেষে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ১০০ টাকা দামের কোন পণ্য কিনতে এখন খরচ করতে হচ্ছে প্রায় ১০৯ টাকা। ফলে অতিরিক্ত ব্যয় মেটাতে মানুষ বাধ্য হয়ে আমানত ভেঙে খাচ্ছে। আবার ব্যাংক খাত নিয়ে সম্প্রতি নেতিবাচক খবর প্রচারিত হওয়ায় ব্যাংকের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। এতে মেয়াদী আমানত নির্দিষ্ট সময়ে পৌঁছানোর আগেই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে মানুষ। ফলে দেশের ব্যাংকিং খাতে আমানতের হার প্রতিনিয়ত কমে যাচ্ছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সঞ্চয়ী হিসাবে আমানত কমেছে ১৫ হাজার ৩৪৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি ২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাস শেষে গ্রাহকদের সঞ্চয়ী হিসাবে আমানত ছিলো ৩ লাখ ৬৯ হাজার ২৬০ কোটি টাকা। যা দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কমে ৩ লাখ ৫৩ হাজার ৯১১ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ প্রথম তিন মাসের তুলনায় দ্বিতীয় প্রান্তিকের সঞ্চয়ী হিসাবে আমানত কমেছে ১৫ হাজার ৩৪৯ কোটি টাকা বা ৪ দশমিক ১৬ শতাংশ। যদিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ২২ দশমিক ২৯ শতাংশ। গত ২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সঞ্চয়ী হিসাবে আমানত ছিলো ৩ লাখ ৩৮ হাজার ৯৪২ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেওয়ায় মানুষদের আগের তুলনায় অধিক খরচ বহন করতে হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে মানুষের হাতে অতিরিক্ত অর্থ তেমন করে থাকছে না। ফলে চাইলেও আগের মতো ব্যাংকিং খাতে টাকা জমা রাখতে পারছেন না। আবার মূল্যস্ফীতি কারণে অনেকের আয়ের তুলনায় ব্যয় অনেকটা বেড়ে গেছে। এতে ব্যয় সামাল দিতে বাধ্য হয়ে আমানতের টাকা তুলে নিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৭৬৪টি। যেখানে জমা ছিল ১৫ লাখ ৮৮ হাজার ১০ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা রয়েছে এক লাখ ৯ হাজার ৯৪৬টি। কোটি টাকার ওপরে এসব হিসাবে জমা আছে ৬ লাখ ৭৭ হাজার ৬০৫ কোটি টাকা।
২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৯৩৪টি। যেখানে জমা ছিল ১৫ লাখ ১২ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার বেশি এক লাখ এক হাজার ৯৭৬টি হিসাবে জমা ছিল ৬ লাখ ৫৩ হাজার ৫৮৫ কোটি টাকা।
তার আগের বছর ২০২০ সালের ডিসেম্বরে ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি আমানতের হিসাবের সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯০টি। কোটি টাকার ব্যাংক হিসাবগুলোতে জমা ছিল ৫ লাখ ৯৫ হাজার ২৮৬ কোটি টাকা। ওই সময় মোট আমানতের স্থিতি ছিল ১৩ লাখ ৭৯ হাজার ১৫০ কোটি টাকা।
বিপি/এএস