Top
সর্বশেষ

মাগুরায় আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষন

২৩ মার্চ, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
মাগুরায় আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষন
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা আনসার ও ভিডিপির জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বুধবার বিকেলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী। অনুষ্ঠানে এন এস আই মাগুরার উপ-পরিচালক সাইলক হোসেন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আনসার ও ভিডিপির সদস্যদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আনসার সদস্যদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের উন্নয়নে নিজেদেরকে নিবেদিত রাখতে হবে। প্রশিক্ষণে ৪০ জন আনসার সদস্যকে অস্ত্রসহ ট্রেনিং দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নবসজ্জিত মুজিব কর্ণার দর্শন করেন জেলা প্রশাসক।

 

শেয়ার