মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর সড়কে আতিয়ারের স,মিল ও ডাচ বাংলা ও ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এর সামনে মাগুরা জেলা পরিষদের জমিতে মাগুরা জেলা পরিষদের পিচঢালা রাস্তা থেকে ৩০ ফুট সরকারি জমিতে অবৈধ ভাবে জবর দখল করে দোকানঘর নির্মানাধীন করা হচ্ছে।
সরকারি জমিতে অবৈধভাবে জোরপূর্বক দোকান ঘর স্থাপন করছে বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের কাজী আতিয়ার রহমানের ছেলে কাজী মাহবুবর রহমান মেহেবুল। দেখা যায় মহম্মদপুর-মাগুরা সড়ক সংলগ্ন দোকানে ইট, সিমেন্ট ও বালি দিয়ে কাজ করছে রাজমিস্ত্রীরা। এ সময় দোকান ঘরের এর মালিক কাজী মাহবুবুর রহমান মেহেবুল উত্তেজিত হয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিকের উপর চড়াও হয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে, ভিডিও ও ছবি তোলার কাজে বাধা ও অকথ্য ভাষায় গালাগালি করে ।
তিনি বলেন, আমার জায়গায় আমি দোকান ঘর তৈরি করবো তাতে কার কি? কিন্তু তাকে জেলা পরিষদের ৩০ ফুট জায়গার জমিতে দোকান ঘর তৈরি করা প্রসঙ্গে কথা হলে তিনি জানান, আমি ইঞ্জিনিয়ার দিয়ে প্লান পাস করে নিয়ম অনুযায়ী বিল্ডিং ও দোকান তৈরি করছি। তার এ অবৈধ কাজের প্রতিবাদ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসীত কুমার তৎক্ষনাৎ ২ জন পুলিশ সদস্য পাঠান এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। । মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, এ সম্পত্তি জেলা পরিষদের।
তিনি এলাকাবাসীকে বিষয়টি জেলা পরিষদকে অবহিত করার জন্য বলেন। এবিষয়ে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু বলেন, জেলা পরিষদের সরকারি জমিতে কোন দোকান-ঘর সহ যে কোন স্থাপনা নতুন করে তৈরি করার কোন সুযোগ নেই। আর জোর করে মাগুরা জেলা পরিষদের সরকারি জমিতে অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করলে জেলা পরিষদ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। মাগুরা জেলা পরিষদের সার্ভেয়ার আজমুল হক ও বার্তা বাহক হাসান ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে উপস্থিত হয়ে মাগুরা জেলা পরিষদের জমিতে নির্মান কাজের রাজমিস্ত্রীকে কাজ বন্ধ করতে বলেন। কিন্তু মেহেবুল তাদের কথায় কর্ণপাত না করে দ্রুত স্থান ত্যাগ করে এবং বলে যায় সে দোকান-ঘর ভেঙ্গে দিবে। কিন্তু এর পরও সে দোকান-ঘরে ঢালাই এর কাজ সম্পন্ন করেছে।
এ বিষয়ে মাগুরা জেলা পরিষদের বার্তা বাহক হাসান মহম্মদপুর জেলা পরিষদের সদস্য মেম্বার আব্দুল মান্নান কে অবহিত করলে সে ওখানে যেতে পারবে না বলে জানান। জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু সাথে আবারও কথা হলে তিনি জানান, তিনি নিজেই সরেজমিনে বিষয়টি দেখবেন এবং তিনি সার্ভেয়ার আজমুলকে বলেন, এ বিষয়ে মেহেবুলের নামে থানায় মামলা করতে।