Top

সূচকের উত্থানে চলছে লেনদেন

১২ এপ্রিল, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
সূচকের উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮ টির, দর কমেছে ২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৭৬ লাখ ২৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৯১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, দর কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৮ লাখ ৮২ হাজার টাকা।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার