অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক এবং দ্যা সিটি ব্যাংক লিমিটেড। সিদ্ধান্ত অনুসারে- ব্র্যাক ব্যাংক লিমিটেড অনুমোদিত মূলধন বাড়াবে ৩ হাজার কোটি টাকা আর সিটি ব্যাংক মূলধন বাড়াবে ৫০ কোটি টাকা। মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংক দুটির পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, ২০০৭ সালে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের বর্তমান অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। সেখান থেকে আরও ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে। ব্র্যাক ব্যাংক সংঘস্বারকের ৬ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়ানো হবে। তবে চূড়ান্ত অনুমোদন দিবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
একইভাবে ৫০ কোটি টাকা মূলধন বাড়াবে দ্যা সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির বর্তমান অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। সেখান থেকে আরও ৫০ কোটি টাকা বৃদ্ধি করে ২০০ কোটি টাকায় উন্নীত করা হবে। প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, আগামীতে বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধিত মূলধন বাড়াতে যেন সমস্যা না হয়, সে লক্ষ্যে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পর্ষদের সভায় ব্যাংকটি নাম দ্যা সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হচ্ছে।