গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিমল সিকদার নামে এক ব্যবসায়ীর একটি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি পূর্বপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিমল সিকদার পিড়ারবাড়ি গ্রামের হরিপদ সিকদারের ছেলে ও পিড়ারবাড়ি বাজারের একজন ব্যবসায়ী।
জানা গেছে, দেড় বছর আগে বিমল সিকদার জনৈক অর্জুন নাগের কাছ থেকে পিড়ারবাড়ি পূর্বপাড় বাসস্ট্যান্ডে ৪৬শতাংশ জায়গা ক্রয় করেন। এই জায়গার মধ্যে ৬টি দোকান ঘর ছিল বলে দাবি করেন ব্যবসায়ী বিমল সিকদার।ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যতীন মল্লিকের ছেলে হরষিত মল্লিক ২৫/৩০ জন লোক নিয়ে বিমল সিকদারের একটি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
ব্যবসায়ী বিমল সিকদার বলেন, হরষিত মল্লিক ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা না দেওয়ায় হরষিত মল্লিক লোকজন নিয়ে আমার দোকান ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে হরষিত মল্লিকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি। কোটালীপাড়া থানার এসআই মামুনুর অর রশীদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।