সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৮৩ বারে ৩৮ লাখ ৯৪ হাজার ২৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৬৪০ বারে ৯ লাখ ৭১ হাজার ৬৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪২৭ বারে ৮২ হাজার ৭৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বেঙ্গল উইন্ডস্বরের ৩.৬৭ শতাংশ, এ্যাপেক্স ট্যানারির ২.৮৩ শতাংশ, মনোস্পুল পেপারের ২.৭৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ২.৭৪ শতাংশ, জুট স্পিনিংয়ের ২.৬৯ শতাংশ, বীচ হ্যাচারির ২.৫৫ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পসের ২.৫১ শতাংশ দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস