Top

সূচকের সামান্য উত্থানে বেড়েছে লেনদেন

১৮ এপ্রিল, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
সূচকের সামান্য উত্থানে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে লেনদেনও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, দর কমেছে ৪৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৫ টির।

ডিএসইতে ৫৫৮ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৪ কোটি ৯৬লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫৩ পয়েন্টে।

সিএসইতে ১১৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ টির দর বেড়েছে, কমেছে ২৬টির এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার