সপ্তাহব্যাপী তীব্র তাপদাহ, অনাবৃষ্টি থাকার কারণে সদরের বিভিন্ন মাঠের বোরো ধান- আটাশ ও উনত্রিশ ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। প্রচণ্ড তাপদাহের ফলে বোরো ধানের এ ব্লাস্ট রোগ দেখা দেয়ায় জেলার কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন।
এখন মাঠের প্রতিটি ধানের গোছায় ছড়া বের হয়েছে। আর কিছুদিন পর কাটা হবে ধান। কিন্তু হঠাৎ করে ধানে এ ব্লাস্ট দেখা দেয়ায় ধান চিটা হয়ে যাচ্ছে। প্রতিটি ধানের প্রথমে হলুদ ভাব হয়ে পরে চিটায় পরিণত হচ্ছে। বিশেষ করে মাগুরা সদরের আলাইপুর, মিঠাপুর, মির্জাপুর, শত্রুজিতপুর, বালিয়াডাঙ্গা, বারাশিয়া গ্রামে সরজমিন ঘুরে দেখা গেছে, অধিকাংশ বোরো ধানের ক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।
ধানে ব্লাস্ট রোগ দেয়াতে উৎপাদনের লক্ষ্যমাত্রা কম হবে বলে আশা করছেন কৃষকরা। মাগুরা কৃষি বিভাগ বলছে, মাটি যদি বেলে প্রকৃতির ও শুকনো হয়, জমিতে ইউরিয়া সার বেশি ও পটাশ সার কম ব্যবহার হলে ও রাতে ঠাণ্ডা, দিনে বেশি গরম হলে এ রোগ দেখা দিতে পারে। এ রোগ প্রতিরোধে জমিতে জৈব সার প্রকারভেদে বিঘাপ্রতি ৫০০-৮০০ এবং রাসায়নিক সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে। ধান ক্ষেতে ব্লাষ্ট রোগ দেখা দেয়ায় কৃষকরা হতাশায় ভুগছে।