Top

দর বৃদ্ধির শীর্ষে আইটি কনসালটেন্টস

২৭ এপ্রিল, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে আইটি কনসালটেন্টস
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৬৪ বারে ৫৫ লাখ ৪৪ হাজার ৬৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এ্যাপেক্স ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ২৮৬ বারে ৪ লাখ ৬০হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৩৯ বারে ৬ লাখ ৮২ হাজার ৭০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কহিনুর কেমিক্যালের ৭.৯৮ শতাংশ, লিব্রা ইনফিউশন্সসের ৭.৪৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.৯৪ শতাংশ, নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৫১ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫.৪৫ শতাংশ, এমবি ফার্মার ৫.৩৯ শতাংশ ও বসুন্ধরা পেপার মিলসের ৫.৩০ শতাংশ দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার