Top
সর্বশেষ

মাগুরায় ১৬৪ হেক্টর জমিতে কালোজিরা ফসলের চাষ হয়েছে

৩০ এপ্রিল, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
মাগুরায় ১৬৪ হেক্টর জমিতে কালোজিরা ফসলের চাষ হয়েছে
মাগুরা প্রতিনিধি :

চলতি মৌসুমে মাগুরা জেলায় ১৬৪ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৭ হেক্টর, শ্রীপুর উপজেলায় ১৬ হেক্টর, মহাম্মদপুর উপজেলায় ৫১ হেক্টর এবং শালিখা উপজেলায় ৭০ হেক্টর জমিতে কালোজিরার চাষ করা হয়েছে।

জেলা কৃষি কর্মকর্তা জানান, ফেবরুয়ারীঃমাগুরা মাসের শেষদিকে কালোজিরার বীজ বপন করতে হয়। এরপর তিন মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। সমতল, বেলে, দোঁআশ মাটিতে কালোজিরা ভালো হয়। চাষ, বীজ, সার ও পানি বাবদ বিঘাপ্রতি তিন হাজার টাকার মতো খরচ হয়। ফলন হয় প্রতি বিঘায় তিন থেকে সাড়ে তিন মণ। বর্তমানে এক মণ কালোজিরা বাজারে ৯-১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে এক কৃষকোে তিন বিঘা জমিতে কালোজিরার চাষ করেছেন। এ ব্যাপারে তিনি কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা পেয়েছেন।

একই এলাকার সফল চাষি লাল মিয়া জানান, শারীরিক প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের পরামর্শ ও উৎসাহে তিনি কালোজিরার চাষ শুরু করেছেন। এবার তিনি ২৩ শতক জমিতে কালোজিরার চাষ করেছে।

তিনি আশা করেন, খুব অল্প সময়ের মধ্যেই কাটা-মাড়াই শেষ করে বাজারে বিক্রি করতে পারবেন কালোজিরা। কম খরচে বেশি লাভের আশায় আগামীতে আরো বেশি বেশি করে কালোজিরার চাষ করবে এ গ্রামের কৃষকরা। কেননা কালোজিরা চাষ নতুন করে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, আয়ুর্বেদী, ইউনানি ও কবিরাজি চিকিৎসায় কালোজিরা ও কালোজিরার তেল ব্যবহারের ব্যাপক প্রচলন আছে। আদিকাল থেকে ফসফেট, লৌহ, ফসফরাস ও ক্যারোটিন সমৃদ্ধ কালোজিরা বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

মাগুরার নালিয়ার ডাঙ্গি গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের অনুপ্রেরণায় এবার অনেকেই কালোজিরার চাষ করেছে। কালোজিরা অত্যন্ত লাভজনক একটি ফসল। জেলায় দিন দিন যেভাবে চাষিদের মধ্যে কালোজিরা চাষের আগ্রহ বাড়ছে। তাতে আগামীতে কালোজিরা চাষ আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা।

শেয়ার