সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৭ বারে ২ লাখ ২৪ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৩৩৯ বারে ১২ লাখ ৩৯ হাজার ৬৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৭৮ বারে ৬ লাখ ৫২ হাজার ৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৬৬ শতাংশ, আরামিট লিমিটেডের ৩.৪৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৩.৩১ শতাংশ, এ্যাপেক্স ট্যানারির ৩.১৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ২.৮৫ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টের ২.৬৩ শতাংশ দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস