সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪ বারে ২০ লাখ ৫৮ হাজার ৮৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৫৫৮ বারে ৫৮ লাখ ১৮ হাজার ৪৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭কোটি ৭৯ লাখ টাকা।।
তালিকার ৩য় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৯ বারে ৫ লাখ ৫৩ হাজার ৯২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৫৮ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৫.৭৯ শতাংশ,জেমিনি সী ফুডের ৫.২২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.১৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৮৬ শতাংশ ও মুন্নু এগ্রোর ৪.৮১ শতাংশ দর বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস