রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের অর্থনীতি। বিশ্বজুড়ে দেখা দেওয়া উচ্চ মূল্যস্ফীতির চাপে ডলারের মূল্যমানে তারতম্য দেখা দিয়েছে। ফলে বছরখানেক আগে আশির ঘরে থাকা ডলারের দাম এখন বিক্রি হচ্ছে ১০৭ থেকে ১১০ টাকায়।
ডলারের দামের উর্ধ্বগতিতে কমে এসেছে আমদানির হার, আবার সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে লেটার অব ক্রেডিট (এলসি) খোলাতে জারি করা হয়েছে কড়া শর্তারোপ। এতে কাঁচামাল আমদানির পরিমাণ কমে আসায় পণ্য উৎপাদনও কমেছে। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
আবার মূল্যস্ফীতি বৃদ্ধিতে বিশ্বজুড়ে মানুষের ক্রয়ক্ষমতা কমে এসেছে। নিত্যকার চাহিদা মিটিয়ে মানুষ চাইলেও অতিরিক্ত খরচ করতে পারছে না। এতে দেশ থেকে রপ্তানিযোগ্য নানান পণ্যের চাহিদাতেও পড়েছে ভাটা। ফলে টানা দুই মাস রপ্তানি আয়ে নিম্নগতি দেখা দিয়েছে। আমদানিপ্রবণ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রপ্তানি আয় এবং রেমিট্যান্স। এই দুই খাতের মাধ্যমে আসা ডলারের মাধ্যমে ব্যবসায়ীরা পুনরায় পণ্য আমদানি করে ব্যবসা পরিচালনা করে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উন্নতির পেছনে বড় ভূমিকা রাখে এই দুই খাত। কিন্তু রপ্তানি আয়ের সাথে যেন সম্প্রতি পাল্লা দিয়ে কমে যাওয়ার প্রতিযোগিতা করছে প্রবাসী আয়। অবাক করা তথ্য হলো, ঈদের মাসেও দেশে প্রবাসী আয় কমেছে ১৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত এপ্রিলে প্রবাসী আয় এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার। পাশাপাশি গত বছরের এপ্রিলে প্রবাসী আয় এসেছিল ২০১ কোটি ডলার। ফলে গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর এপ্রিলে প্রবাসী আয় কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ। তাছাড়া গত মার্চ মাসে বৈধপথে ২০২ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিলো। সেই হিসাবে এপ্রিলে রেমিট্যান্স কমেছে ৩৩ কোটি ৯০ লাখ ডলার।
তাছাড়া বছরের শুরুতে ২০০ কোটি ডলার করে রেমিট্যান্স আসায় অনেকে ধারণা করেছিলেন এবারের প্রবাসী আয় রেকর্ড ছাড়াবে। কিন্তু মাঝে রেমিট্যান্সে টানা নিম্নগতি দেখা দেওয়ায় এবারও গত বছরের অবস্থানে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২২ অর্থবছরে মাত্র একবার ২০০ কোটির ডলারের মাইলফলক স্পর্শ করেও প্রথম ১০ মাসে রেমিট্যান্স এসেছিলো ১ হাজার ৭৩০ কোটি ডলার। কিন্তু চলতি অর্থবছরে তিনবার ২০০ কোটি ডলারের ঘর স্পর্শ করলেও ১০ মাসে ১ হাজার ৭৭১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
সাধারণত ঈদের আগে ভালো অঙ্কের রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। পরিবারের সদস্যদের ঈদ উদযাপন আরেকটু সুন্দর করতে বাড়তি অর্থের জোগানের সাথে জাকাত ও ফিতরার টাকাসহ এই মাসে একটু বাড়তি অর্থ পাঠিয়ে থাকেন। তবে ডলারের বিপরীতে টাকার দাম এবার নির্ধারণ (ফিক্সড) করে রাখার কারণে হয়তো বৈধ পথে প্রবাসী আয় কমেছে বলে মন্তব্য করছেন ব্যাংকাররা।
এদিকে অর্থনীতির আরেক চালিকাশক্তি রপ্তানি আয় কয়েকমাস ইতিবাচক সাড়া ফেললেও গত দুই মাস পতনে ডুবেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র মতে, চলতি বছরের এপ্রিল মাসে আয় হয়েছে ৩৯৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার; যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৮ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার বা ১৬ দশমিক ৫২ শতাংশ কম। এদিকে আগের বছরের চেয়ে রপ্তানি আয় কমার পাশাপাশি চলতি বছর এপ্রিল মাসের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি সরকারের।
তথ্য মতে, চলতি বছরের এপ্রিল মাসে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৫০৫ কোটি ডলার। একই সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯৫৬ মিলিয়ন বা ৩৯৫ কোটি ৬০ লাখ ইউএস ডলার সমপরিমাণ পণ্য। হিসাব অনুযায়ী, এপ্রিলে লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৬৭ শতাংশ কম আয় হয়েছে। ফলে ফেব্রুয়ারি মাসে ইতিবাচক প্রবৃদ্ধির পর মার্চ ও এপ্রিল টানা দুই মাস বিশ্ববাজারে কমেছে বাংলাদেশের পণ্য রপ্তানি আয়।
একে তো রপ্তানি আয়ে ভাটা, তারপর ঈর্ষাণ্বিত মাসে রেমিট্যান্স কমে যাওয়া; এতে পুনরায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি দেখার সম্ভবনা রয়েছে। তাছাড়া গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম যে হারে বাড়তেছে, তাতে আরও কমতে পারে পণ্য উৎপাদন। চাহিদার তুলনায় জোগান না হলে পণ্যদ্রব্যের দাম ফের বাড়বে। ফলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে আরও কয়েক শতাংশ। সবমিলিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের অর্থনীতি।
এ ব্যাপারে জানতে চাইলে পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমাদের রপ্তানি আয় মূলত তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল। রপ্তানি আয় বাড়াতে আমাদের বহুমুখী পণ্য রপ্তানির পরিকল্পনায় যেতে হবে। তাছাড়া বিশ্ববাজারের পরিস্থিতির উপর নির্ভর করে রপ্তানি আয় উঠানামা করে। যেহেতু বিশ্ব দরবারে আমাদের পোশাক খাত বেশ সমাদৃত, তাতে বৈশ্বিক মন্দায় সামনে কিছুদিন কঠিন গেলেও আমরা ঘুরে দাঁড়াতে পারবো।
রেমিট্যান্স নিয়ে তিনি বলেন, চলতি সালে রেমিট্যান্স বাড়ানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। যেহেতু, সামনে আমাদের জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচনকে ঘিরে প্রতিবারই দেশে অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়, পাশাপাশি অর্থপাচারের ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠে। এমনাবস্থায় আমাদের রেমিট্যান্স খুব একটা বাড়বে বলে আশা করা যাচ্ছে না। উল্টো অর্থপাচারের দোলাচলের মাঝে আমাদের অর্থনীতির নেতিবাচক প্রবৃদ্ধি বাড়তে পারে।
নির্বাচনকে ঘিরে অনিশ্চিত পরিবেশ তৈরির আগে দেশের অর্থনীতির সংস্কার, কাঠামোগত পরিবর্তন এবং বর্তমান প্রবাহ ধরে রেখে সামষ্টিক অর্থনীতির দিকটা ঠিক করা সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ পুনরায় নীতি সুদহার বাড়িয়েছে। শেষ দফায় শূন্য দশমিক ২৫ শতাংশ নীতি সুদহার বাড়িয়েছে ফেড। এ নিয়ে গত এক বছরে প্রায় ১০ বার সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থাটি। ফেডের নতুন সুদহারে ডলারের দাম আরও বাড়বে কিনা এমন প্রশ্ন জানতে চাইলে আহসান এইচ মনসুর বাণিজ্য প্রতিদিনকে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডের সুদহার যতটুকু বাড়ানোর কথা ততটুকু বেড়েছে। আগামী তাদের মূল্যস্ফীতি না বাড়লে সুদহার আর বাড়বে না। বরং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমে বাজারে ডলারের দাম সামনে আরও কমার সম্ভবনা রয়েছে।
কমেছে রিজার্ভ
রপ্তানি আয় এবং প্রবাসী আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় রিজার্ভের উপর বেশ প্রভাব পড়েছে। তাতে দেশে অতিমাত্রায় ডলার সংকট দেখা দেওয়ায় আমদানি ব্যয় মেটাতে বাধ্য হয়ে রিজার্ভ থেকে খরচ করছে সরকার। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত কমে আসছে। বর্তমানে দেশের রিজার্ভের মোট পরিমাণ ৩০ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া আগামী সোমবার ১ দশমিক ১৮ বিলিয়নের বেশি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করতে হবে। এর ফলে রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হবে। আকু বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসবে।
তাছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ডে যদি রিজার্ভ হিসাব করা হয়, তাহলে এ অঙ্ক আরও কমে আসবে। তাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ নেমে দাঁড়াবে ২২ বিলিয়ন ডলারে। প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার খরচ ধরা হলে তাতে এ রিজার্ভ দিয়ে মাত্র সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।
এদিকে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, রপ্তানি আয় ও রেমিট্যান্সের মধ্যে ব্যবধান দুই টাকায় নামিয়ে আনার চিন্তা করছে নিয়ন্ত্রক সংস্থা। যা আন্তর্জাতিক মানদন্ড হিসাবে বিবেচিত। ফলে জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ১০৬ টাকায় নির্ধারণ করতে পারে। তাছাড়া নতুন এ সিদ্ধান্তের ফলে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতি ডলারে দাম ১০৭ টাকার পরিবর্তে ১০৮ টাকা পাবেন। একইভাবে রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৬ টাকা, যা বর্তমানে ১০৫ টাকা রয়েছে।
নয়-এর ঘরে মূল্যস্ফীতি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো বিপাকে পড়লেও ভালো অবস্থানে আছে একমাত্র যুক্তরাষ্ট্র। ইউরোপ অর্থমন্দায়, করোনার প্রভাবে চীন এখনো নিষ্ক্রিয়, রাশিয়া নিষেধাজ্ঞায় থাকায় মুদ্রাবাজারে একক রাজত্ব করে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের ডলার। বর্তমানে এই মুদ্রা বিশ্বের পণ্য আমদানি-রপ্তানির একমাত্র মাধ্যম হওয়ায় সুযোগ বুঝে দফায় দফায় সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বের প্রতিটি দেশেই বেড়েছে পণ্যের দাম, মূল্যস্ফীতির পরিমাণ। চলমান এই যুদ্ধের কারণে জ্বালানি তেল এবং অন্যান্য পণ্যের দাম বাড়ায় বাংলাদেশেও রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে চলমান মূল্যস্ফীতি এপ্রিল মাস শেষে এখনো ৯ শতাংশে অবস্থান করছে। অর্থাৎ একটি ১০০ টাকার পণ্য বা সেবা ক্রয় করতে এখনো মানুষকে ১০৯ টাকা বা তার বেশি ব্যয় করতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, টানা পাঁচ মাস কমার পর ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতি আবার বৃদ্ধি পায়। ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮.৭৮ শতাংশে। মার্চ মাসে আবারও সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে হয় ৯.৩৩ শতাংশ। এপ্রিল মাসে কিছুটা কমে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। তাছাড়া এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার হয়েছে ৮.৮৪ শতাংশ, গত মাসে যা ছিল ৯.০৯ শতাংশ।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় মূল্যস্ফীতি নিয়মিত থাকবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সম্প্রতি অনেক বেশি বেড়েছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় দেশে উৎপাদন বাড়ানো।