Top

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

০৭ মে, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৬১৪ বারে ১৬ লাখ ৫৫ হাজার ৭৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৩৩৩ বারে ২৫ লাখ ১৪ হাজার ২১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪০ বারে ৬০ লাখ ৬৯ হাজার ৪৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাওয়েল টেক্সটাইলের ৮.৭২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৩৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৮.১৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭.৮৪ শতাংশ, একমি ল্যাবরোটরিজের ৭.৪১ শতাংশ এবং জেমিনি সী ফুডের ৭.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার