সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২ বারে ৩১ হাজার ৫৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬৬৯ বারে ১৩ লাখ ৬৫ হাজার ৪৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২০২ বারে ৫ লাখ ৬৮ হাজার ৬৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.০৩ শতাংশ, এডিএন টেলিকমের ৬.৮২ শতাংশ, রহিমা ফুডের ৬.৪৫ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৫.৯১ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৫৩ শতাংশ, প্রিমিয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৭ শতাংশ এবং ইউনিক হোটেলের ৫.২৬ শতাংশ দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস