সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৭১৪ বারে ১৪ লাখ ৪ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আল-হাজ্ব টেক্সটাইলেরশেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯৪ বারে ১ লাখ ৮৫ হাজার ৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৩১ বারে ৮৪ লাখ ২৪ হাজার ৭৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- হাইডেলবার্গ সিমেন্টের ৫.৪৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৫৪, আরামিট সিমেন্টের ৪.১৪ শতাংশ, একমি ল্যাবরোটরিজের ৪.০৫ শতাংশ, ইউনিলিভার কনজিউমারের ৩.৬৭ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৫৮ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ৩.৫০ শতাংশ দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস