সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৩৫১বারে ১৩ লাখ ৮৪ হাজার ১৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ । কোম্পানিটি ৯৩৫ বারে ৩০ লাখ ৬৫ হাজার ৪৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪০৫ বারে ১১ লাখ ৪২ হাজার ৬৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ক্যাবলসের ৮.৭৫ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৮.৭৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭০ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭০ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৮.৩৭ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭.৬০ শতাংশ ও কহিনুর কেমিক্যালসের ৭.১২ শতাংশ দর বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস