Top

বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি

১১ মে, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ
বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি
ইকবাল আজাদ :

দেশে যে পরিমাণ পণ্য আমদানি করা হচ্ছে, সেই পরিমাণ রপ্তানি করা সম্ভব হচ্ছে না। উল্টো ইতিবাচক হয়ে উঠা রপ্তানি আয়ে গত দুই মাসে ভাটা পড়েছে। এতে বেড়েই চলেছে বাণিজ্য ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ৫ হাজার ৩৯৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে দেশ থেকে রপ্তানি হয়েছে ৩ হাজার ৯৩২ ডলারের পণ্য। ফলে ১ হাজার ৪৬১ কোটি ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় (১ ডলার সমান ১০৬ টাকা ধরে) যার পরিমাণ ১ লাখ ৫৪ হাজার ৮৬৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বৈদেশিক লেনদেনে চলতি হিসাবের ভারসাম্য-সংক্রান্ত হালনাগাদকৃত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বৈশ্বিক চলমান সংঘাতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। সেরা অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত একই ধকলে ধুঁকছে। এতে নিত্যকার খরচে অতিরিক্ত অর্থ বহন করায় সীমিত হয়ে আসছে মানুষের ক্রয়ক্ষমতা। ফলে মানুষ চাইলেও আগের মতো ইচ্ছাস্বাধীন কেনাকাটা করতে পারছে না। এদিকে, বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি দেখা দেওয়ায় এই অঞ্চলেও কমেছে মানুষের ক্রয়ক্ষমতা। এতে বাংলাদেশের রপ্তানি আয়ে পরপর দুই মাস ভাটার দেখা মিলেছে। বৈশ্বিকে এই মন্দা না কাটলে দেশের রপ্তানি আয় আরও কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় নিয়মিত বাণিজ্য ঘাটতিতে ভুগে। তবে মাঝেমধ্যে পরিমিত বাণিজ্য ঘাটতির বিপরীতে রেমিট্যান্স এবং রপ্তানি আয় বৃদ্ধিতে কিছুটা উদ্বৃত্ত দেখা যায়। চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা মানে নিয়মিত লেনদেনে কোনো ঋণ করতে হয় না দেশকে। আর ঘাটতি থাকলে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সে হিসাবে উন্নয়নশীল দেশের জন্য চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু এ বছর রপ্তানি আয়ের পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয়ও কমেছে। ফলে চলতি হিসাবের বাণিজ্য ঘাটতি পৌঁছেছে বড় অঙ্কে। যা কোন দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়।

এদিকে গত এক মাসের ব্যবধানেও বেড়েছে বাণিজ্য ঘাটতি। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে বাণিজ্য ঘাটতি ১ হাজার ৪৬১ কোটি ডলারে দাঁড়িয়েছে। যেখানে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ৩৩৪ কোটি ডলার। অর্থাৎ এক মাসেই ১২৭ কোটি ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে। তাছাড়া গত ২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসে ৬ হাজার ১৫২ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ। যেখানে চলতি বছরের মার্চ পর্যন্ত ৫ হাজার ৩৯৩ কোটি ডলার আমদানি করা হয়েছে। সেই হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে এবার ১২ দশমিক ৩৩ শতাংশ কম আমদানি হয়েছে।

যদিও আমদানির চাহিদা কমাতে বড় ভূমিকা রেখেছে লেটার অব ক্রেডিট (এলসি) খোলার শর্তাবলি। ডলার সংকট কাটাতে গত বছরের এপ্রিলে থেকে আমদানি নিয়ন্ত্রণে কড়া নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক। নিয়মানুযায়ী, কোন প্রতিষ্ঠানের ৩০ লাখ ডলারের সমপরিমাণ বা তার চেয়ে বেশি পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। তাছাড়া সরকারি প্রকল্পেও কমিয়ে দেয়া হয়েছে অর্থছাড়। এতে বার্ষিক আমদানিতে এলসি খোলার সংখ্যার চেয়ে ডলার খরচের পরিমাণ অনেকটা কমে এসেছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াছ হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমাদের এলসি খোলার হার কিছুটা কমে আসলেও আমদানি খুব একটা কমেনি। বরং রপ্তানি আয় এবং প্রবাসী আয়ের মাধ্যমে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে, তার থেকে বেশি আমরা আমদানিতে খরচ করি। এতেই আসলে দেশে প্রতিনিয়ত বাণিজ্য ঘাটতি বেড়ে চলেছে। যা অর্থনীতির জন্য উদ্বিগ্নের বিষয়। তবে মাত্রাতিরিক্ত হওয়ার এই ব্যাপারটা যদি শিগগিরই সামাল না দেওয়া যায়, তবে বেশ ঝুঁকিতে পড়বে দেশের অর্থনীতি।

তবে এ চ্যালেঞ্জ থেকে উত্তরণের পথ দেখিয়ে ড. ইলিয়াছ বলেন, বাণিজ্য ঘাটতি সমন্বয় করতে আমাদের রপ্তানি আয় এবং রেমিট্যান্স বাড়াতে হবে। যদিও বৈশ্বিক সংকটে রপ্তানি আয় বাড়ানো কিছুটা আপাতত দৃষ্টিতে চ্যালেঞ্জিং হবে। তবে রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই আয় বাড়ানো সম্ভব। একইসাথে, হুন্ডির সোর্সগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে রেমিট্যান্সের হারও অনেকাংশে বেড়ে যাবে। তাছাড়া অর্থপাচারের কালো থাবাকে আটকে দিতে পারলে কেটে যাবে আমাদের বাণিজ্য ঘাটতির অস্বস্তি।

উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে দেশের সেবা খাত। রপ্তানি বহুমুখীকরণসহ এই খাতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন বিনিয়োগের সুযোগ। ফলে এই খাতে বিনিয়োগকারীর চাহিদা বাড়ছে। বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মার্চ শেষে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে ৬৫০ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে একই সময়ে কাঁচামাল এবং বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে ৯৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২৭৯ কোটি ডলার। সেবা খাতের মধ্যে খুচরা বিক্রয়, ব্যাংক, বিমা, হোটেল, রিয়েল স্টেট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ড, কম্পিউটার সেবা, বিনোদন, প্রচার মাধ্যম, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ইত্যাদি অন্তর্ভুক্ত।

তবে নানান ঘাটতির মাঝে দেশের অর্থনীতিতে সুখবর দিচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। উন্নয়নশীল দেশ হতে চলা বাংলাদেশের নানান খাতে এখনো বিনিয়োগ করে চলেছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। আগের বছরের একই সময়ের তুলনায় এফডিআই খাতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জুলাই-মার্চ ৩৫৩ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৩৭৮ কোটি ডলারে উঠেছে। অর্থাৎ দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। তবে সামগ্রিক এফডিআই বাড়লেও কমেছে নিট এফডিআই। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নিট এফডিআই কমেছে ১৭ দশমিক ৯৮ শতাংশ। তবে পোর্টফোলিও বিনিয়োগ (শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ) ৪ কোটি ডলার ঋণাত্মক। অর্থাৎ এ সময়ে যে বিনিয়োগ এসেছে, চলে গেছে তার চেয়ে বেশি।

২০২০-২১ অর্থবছরে লেনদেন ভারসাম্যে ঘাটতিতে পড়ে বাংলাদেশ। প্রায় ৪ বিলিয়ন ডলারের ঘাটতি নিয়ে শেষ হয়েছিল ওই বছর। তার আগে ৯ দশমিক ২৭ বিলিয়ন ডলারের বড় উদ্বৃত্ত নিয়ে ২০১৯-২০ অর্থবছর শেষ হয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে উদ্বৃত্ত ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

শেয়ার